শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি নির্ভরযোগ্য সফটওয়্যার
এডুসফট এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান যাবতীয় কাজ গুলোকে ডিজিটালি এবং সহজে পরিচালনা করা যায় ,পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান কে একটি আধুনিক এবং যুগোপযোগী ভাবে গড়ে তুলতে সাহায্য করে।
যে সকল প্রতিষ্ঠানের জন্য Edusoft প্রযোজ্য

কিন্ডারগার্ডেনের মূল সুবিধা
কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান সমূহ পড়াশুনার মান উন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা ও শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে আগ্রহী থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেটি বিঘ্নিত হয়ে থাকে। বছরের শুরুতে ভর্তি থেকে শুরু করে রেজাল্ট তৈরি পর্যন্ত, ডায়েরি লিখা, হাজিরা নেয়া সকল কিছুই করতে হচ্ছে হাতে কলমে। ফলে যেমন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তেমনি প্রতিষ্ঠানের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।Edusoft সফটওয়্যার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম কে আরো সহজে ,কম খরচে এবং কম সময়ে পরিচালনা করতে সহায়তা করবে।

স্কুলের মূল সুবিধা
হাতে কলমে কাজ করতে প্রতিনিয়তই স্কুল গুলোর নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়, এই যেমন প্রতি মাসের বকেয়া রিপোর্ট তৈরি করা, শিক্ষার্থীদের হাজিরা নেয়া, শৃঙ্খলা পর্যবেক্ষণ করা, পরীক্ষা মূল্যায়ন সহ আরও অনেক কাজ যা হাতে কলমে করতে ব্যায় করতে হচ্ছে অতিরিক্ত শ্রম, সময়ের। তাছাড়াও প্রতিবছরের শুরু তে আইডি কার্ড, রেজাল্ট কার্ড ও পরীক্ষার প্রবেশ পত্র তৈরিতে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অর্থের। এই সকল বিষয়ের সহজ সমাধান দিচ্ছে Edusoft, কেননা Edusoft সফটওয়্যারটি এমন ভাবে ডিজাইন করা যা ব্যবহার করে প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সম্পাদন করা যাবে মাত্র কয়েকটি ক্লিকে।

মাদ্রাসার মূল সুবিধা
মাদ্রাসা পরিচালনা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া।মাদ্রাসায় আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী থাকে এছাড়াও ও ভিন্ন ভিন্ন কারিকুলামে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে মাদ্রাসা প্রতিষ্ঠান পরিচালনা করা একটি সময়সাধ্য এবং কষ্ট সাধ্য ব্যাপার। Edusoft দিচ্ছে এর সহজ সমাধান।তহবিল ব্যাবস্থাপনা , নিত্যদিনের আয়-ব্যয়ের হিসাব, আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের হিসাব সকল কিছু এখন ব্যবস্থাপনা করা যাবে আরও সহজ ও স্বয়ংক্রিয় ভাবে। মাসের শেষে আর কষ্ট করে শিক্ষার্থীদের বকেয়া হিসাব নিকাশে ব্যায় করতে হবে না অতিরিক্ত সময় আর শ্রম। তাছাড়াও প্রতিষ্ঠান সম্পর্কিত যেকোনো তথ্য, ও নোটিস পৌঁছে দিতে পারবেন অভিভাবকের ফোনে এতে অভিভাবকরাও প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকবেন।
Edusoft এর মূল সুযোগ-সুবিধা সমূহ
শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ গুলো সহজে ,কম খরচে এবং দক্ষতার সাথে ব্যবস্থাপনা করার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত ফিচার এডুফাই তে যুক্ত করা হয়েছে যেগুলোর মাধ্যমে সহজেই যে কোন প্রতিষ্ঠান তার যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা করতে পারবে একটি সিঙ্গেল লাইন সফটওয়্যার থেকে।
কেন Edusoft কে বেছে নিবেন ?
Edusoft হলো একটি ক্লাউড-ভিত্তিক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনাকে সহজেই আপনার স্কুলের সমস্ত কাজ পরিচালনা করতে সহায়তা করবে। এটি উন্নত প্রযুক্তি দিয়ে ডিজাইন করা হয়েছে এবং যে কোনো ডিভাইসে, যেমন মোবাইল ফোন এবং ল্যাপটপ এর মাধ্যমে ব্যবহার করা যায়। এছাড়া Edusoft যে কোন জায়গা থেকে যে কোন সময় লগ ইন করা যায় এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সমূহ মনিটর করা যায়। Edusoft এর ইউজার ইন্টারফেস ব্যবহারকারী বান্ধব বলে যে কোন ব্যক্তির যদি সফটওয়্যার সম্পর্কে অনেক দক্ষতা বা জ্ঞান না থাকে তবুও সহজেই ব্যবহার করতে পারে ।
Edusoft ব্যবহারকৃত প্রতিষ্ঠান সমূহ